বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অনলাইন প্রতারণার শিকার: চুয়াডাঙ্গায় ৫ লাখ টাকা হারিয়ে উধাও বিকাশ এজেন্ট, এলাকায় তোলপাড় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা ফ্যামিলিটেক্স দর পতনের শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স লেনদেনের শীর্ষে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফার কেমিক্যাল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন মাধবপুরে আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জয়-কে পুলিশে দিল ছাত্রজনতা স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে: মোমিন মেহেদী আসন্ন নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত

ভারতে ৩৪ আসনের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

লোকসভা নির্বাচন ২০২৪-এর চূড়ান্ত ফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে ৩৪টি আসনের ফলাফল ঘোষণা করেছে কমিশন।

এতে দেখা যাচ্ছে, চূড়ান্ত ঘোষিত ৩৪টি আসনের মধ্যে ২১টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৭টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আর অন্যান্য দলগুলো পেয়েছে ৬টি আসন।

দেশটির লোকসভায় সর্বমোট ৫৪৩টি আসন রয়েছে। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ২৭৭টি আসনে জয় পেতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ২০১৯ সালের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আর তাদের জোট এনডিএ পেয়েছিল ৩৫৩টি আসন।

তবে মোদির বিজেপি এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আজ মঙ্গলবার সকাল থেকে যখন ফলাফল ঘোষণা শুরু হয় তখন থেকে দেখা যাচ্ছিল বিজেপি গতবারের চেয়ে অনেক পিছিয়ে আছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২১টি আসনে জয় পাওয়ার সাথে আরও ২২২টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ তারা সবমিলিয়ে ২৪৩টি আসনে জয় পেতে পারে।

অপরদিকে রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ৪টি আসনে জয় পাওয়ার পাশাপাশি এগিয়ে আছে ৯৪টি আসনে। অর্থাৎ একক দল হিসেবে কংগ্রেস ৯৮টি আসনে জয় পেতে পারে।

তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। যার অর্থ মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাকে জোট দলগুলোর সহায়তা নিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোদির বিজেপির জোট এনডিএ ২৯৫টি আসনে এগিয়ে আছে। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া এগিয়ে আছে ২৩০টি আসনে। আর অন্যান্য দলগুলো এগিয়ে আছে ১৭টি আসনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS