চুয়াডাঙ্গার ওপর দিয়ে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার (২৫ মে) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গত ৩০ এপ্রিল এই জেলার তাপমাত্রার পরদ উঠেছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল গত ১০ বছরের মধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
চুয়াডাঙ্গায় আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবিল হাসান জানান, আজ শনিবার দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় তাপমাত্রা রেকর্ড হয় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে, প্রচণ্ড গরমের কারণে কৃষকরা তাদের জমিতে কাজ করতে পারেননি। জেলার দামুড়হুদা উপজেলার কোমোরপুর গ্রামের মরিচ চাষি মহাসিন বলেন, প্রচণ্ড গরমে মাঠে কাজ করা কষ্টকর হয়ে উঠেছিল। তাই বাড়ি ফিরে এসেছি। পানির অভাবে খেতের ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ বৃষ্টি না দিলে ফসল রক্ষা করা কঠিন হবে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply