মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ দিনের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এ সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালতে আপিল করেন নির্বাচন কমিশন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েত রহিমের একক বেঞ্চে আপিল শুনানি হয়। আপিলের শুনানি শেষে বিচারপতি আপিলটি যৌথ বেঞ্চে পাঠিয়ে আজ বৃহস্পতিবার আদেশের তারিখ ধার্য করেন।
Design & Developed By: ECONOMIC NEWS