ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ফাঁসিতে ঝুলে এক যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শহরের কালিপুর উত্তরপাড়া নিজ ঘরে ফাসিঁতে ঝুলে সে অত্মহত্যা করে। নিহত যুবক ওই এলাকার নাসির উদ্দিন ভূইয়ার ছেলে মঈন উদ্দিন ভূইয়া (১৩)।
এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
পরিবারের বরাতে তিনি জানান, মঈন উদ্দিন মানষিক রোগী ছিল। কয়েক দিন যেতে না যেতেই তার মাথায় সমস্যা হতো। সমস্যা হলেই সে উল্টাপাল্টা কাজ করতো। ইদের দিন সন্ধ্যায় কোন এক সময় সে আত্মহত্যা করে থাকতে পারে।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply