 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে ২টি পরিবারের বাড়িঘর ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের ৭ কক্ষে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এলাকায় দক্ষিণ দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা আছম উদ্দিনের ছেলে আব্দুল হাইয়ের বাড়ির একটি কক্ষ থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারের গৃহকর্তা আব্দুল হাই বলেন, গতরাতে তারাবির নামাজ শেষে ঘরে শুয়ে ছিলাম। এসময় বাড়ির অব্যবহৃত এক ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হচ্ছিল। তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এসে ওই অব্যবহৃত ঘরে আগুন লাগা দেখতে পাই। মুহূর্তেই পুরো বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, আরেক পরিবারের গৃহকর্তী স্বামী পরিত্যক্তা লাইলী বেগমের বাড়ির ৩টি কক্ষও পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবার দুটির মাথা গোঁজার ঠাই নেই।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এর আগেই বাড়ি দুটি প্রায় পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা আব্দুল হাইয়ের দাবি কক্ষটি দীর্ঘদিন থেকে অব্যবহৃত পড়ে ছিল। সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিকাণ্ড ঘটার মতো কিছু ছিল না।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply