 
																
								
                                    
									
                                 
							
							 
                    লালমনিরহাট প্রতিনিধি: সদর উপজেলায় এক লালমনিরহাট স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নেতার নাম ফেরদৌস আহমেদ।
সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে বিএনপির কোনো সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হয় ফেরদৌস আহমেদ। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পায় তার পরিবার। পরে লালমনিরহাট শহরে খুঁজতে এসে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেলেও ফেরদৌসের সন্ধান মেলেনি।
সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতকরা তাকে শহর থেকে নিয়ে এসে নিজপাড়া গ্রামে নির্জন এলাকায় শ্বাসরোধে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পরিবারের দেয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপির সভায় যোগদানের কথা বলে বেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি তার পরিবার। আমরা পুরো ঘটনার তদন্ত করছি।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply