স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের শহিদুল ইসলাম ও মঞ্জুরা খাতুনের ছোট মেয়ে মানসিক প্রতিবন্ধী ঝর্ণা খাতুন (১৯) হারিয়ে গেছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন বাড়ি থেকে বাহির হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এ ব্যাপারে প্রতিবন্ধী ঝর্ণার পিতা-মাতা, আত্মীয়-স্বজনের সকলেই তাদের পরিবারের একে অপরের কাছে খোঁজাখোঁজি করেও সন্ধান পাইনি। ঝর্ণার পরিবারের পক্ষ থেকে স্থানীয় মাথাভাঙ্গা পত্রিকায় “২০ দিন পেরিয়ে গেলেও মানসিক ভারসাম্যহীন ঝর্ণার সন্ধান মেলেনি” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় কিন্তু তারপরও সন্ধান মেলেনি।
ঝর্ণার পিতা শহিদুল ইসলাম বলেন, পরিবারের লোকজন মাঝে মাঝে উড়ো ভাষা শুনতে পাই ঝিনাইদহের মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় ঝর্ণা ঘোরাফেরা করছে। ঘটনাস্থলে গিয়ে অনেকেই ঝর্ণাকে দেখতে পেয়েছে এমনই হুবহু বর্ণনা দেয়। এ ধরণের বর্ণনাই মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় আমি অনেকে খোঁজাখোঁজি করেও এখনো পর্যন্ত আমার মেয়ের সন্ধান পাইনি।
গত ১ মাস পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং ৪০৭, তারিখ ০৮/০২/২০২৪ইং।
হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিলো লাল রঙের কম্বোল, লাল লেডিস চাঁদ, মাথায় ছোট ছোট চুল, গায়ের রং শ্যামলা, মাথায় টুপি ও সামনের দাঁত উঁচু।
যদি কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল: ০১৯৩৬-৬৭২৮২৫।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply