নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষজন।
রোববার (১৪ জানুয়ারি) হাকিমপুর (হিলি) চারমাথা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমি অফিসার সাখাওয়াত হোসেন।
জানা যায়, উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply