শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

এইডসে দেশে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ Time View

এক বছরে বাংলাদেশে এইডসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১ হাজার ২৭৬ জন নতুন এইডস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২৬৬ জন।

এ বছর আক্রান্তদের মধ্যে ১ হাজার ১১৮ জন বাংলাদেশি নাগরিক। বাকি ১৫৮ জন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আটকে পড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা।

বুধবার (২৭ ডিসেম্বর) মহাখালীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এ বছরের প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজুর রহমান সরকার। তিনি আরও জানান, ২০২২ সালে সারা দেশে ৯৪৭ জন এইডস রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। এরমধ্যে ২৩২ জন মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ৩৪ বছরে দেশে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা  ১০ হাজার ৯৮৪ জন। আর সাড়ে তিন দশকে মারা গেছেন ২ হাজার ৮৬ জন। আর এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা ১৫ হাজারেরও বেশি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এইডস আক্রান্তদের মধ্যে পুরুষ যৌনকর্মীর সংখ্যা বাড়ছে। এছাড়া পুরুষ সমকামীদের মধ্যেও এই রোগ ছড়াচ্ছে। এ বছর যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯ দশমিক ৫ শতাংশ পুরুষ।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডস রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS