হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর সরকারি মোসলেমউদ্দিন মহাবিদ্যালয়ের আত্তিকৃত শিক্ষক-কর্মচারিদের নিয়োগপত্র হাতে তুলে দিলেন ঠাকুরগাঁও-২ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি।
দীর্ঘদিন অপেক্ষার পর গত কয়েক দিন পূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও মহা পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা কর্তৃক আত্তিকৃত শিক্ষক- কর্মচারিদের নিয়োগপত্র কলেজ কর্তৃপক্ষের নিকট প্রদান করেন।
নিয়োগপত্র হস্তান্তর উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় কলেজ মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান। পরিচালনায় ছিলেন মোঃ মোকারম হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি। তিনি কলেজের আত্তিকৃত সকল শিক্ষক-কর্মচারির হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এলাকার উন্নয়ন সহ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দেওয়া নৌকরা প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান, এ সময় আরো বক্তব্য রাখেন মোঃ আজিমুল হক সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply