নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-২৮ বা বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২৩ এ যোগ দিয়েছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডর্প।
৩০ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপের ২৮তম সম্মেলন ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডর্প এর পক্ষ থেকে মোহাম্মদ যোবায়ের হাসান, উপ-নির্বাহী পরিচালক, শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ফটোগ্যালারী পরিদর্শন করেন। এই গ্যালারীতে ডরপ্ এর দুটো ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে আমন্ত্রিত দক্ষিণ এশীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে গর্বিত ডর্প। দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে ডর্প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছে।
“আশা করা হচ্ছে, ছোট ছোট অনুদানেই এক সময় অনেক বড় তহবিল গড়ে উঠবে। ইতোমধ্যে বেশ কিছু দেশ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে,” বলে একটি সেশনে মন্তব্য করেন জনাব যোবায়ের হাসান।
কপ-২৮ সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত এক হাজার লাখ ডলার, জার্মানি এক হাজার লাখ ডলার, ব্রিটেন কমপক্ষে ৫১০ লাখ ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৫ লাখ ডলার এবং জাপান ১০০ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এ বছরের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৮৪ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দেওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২২ দেশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।
তাদের ভাষ্য, ২০৫০ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতের কার্যক্রম বর্তমানের চেয়ে তিনগুণ করা হবে।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply