রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ টিমের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১১৯ Time View
Bangladesh-Team

দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। এই উপলক্ষে দক্ষিণ আফ্রিকার ডারবানে দলীয় অনুশীলনের ফাঁকে জাতীয় সংগীত গেয়ে দিবসটি উদযাপন করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। এবার দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যার প্রথমটি আগামী ৩১ মার্চ।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে আজকের অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড়রা লাল-সবুজের পতাকা হাতে নিয়ে ছবি তুলেছেন। জাতীয় সংগীত গাওয়ার সময় ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, টিম বয়সহ বিদেশি কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেই ছবি দিয়ে তামিম ইকবাল তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘কী শোভা, কী ছায়া গো! কী স্নেহ, কী মায়া গো! কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।’

দক্ষিণ আফ্রিকায় থাকা মুশফিকুর রহিম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘অর্জন ও প্রাপ্তির ৫১তম বছরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কাছে আমরা চিরঋণী। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না।’ স্বাধীনতার ৫১তম বছরে এসেও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উইকেটকিপার ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা।’

সৌম্য সরকার জাতীয় পতাকার একটি ছবি সংযুক্ত করে নিজের ফেসবুকে পেজে লিখেছেন, ‘তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ৷ আমার ভালো লাগায়, ভালোবাসায় তুমিই আছো, হে আমার সোনার বাংলাদেশ। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

টেস্ট অধিনায়ক মুমিনুল একটি ছবি শেয়ার করেছেন। জাতীয় পতকা ও স্মৃতিসৌধ থাকা সেই ছবিতে লেখা, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’

পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। চলুন সকলে মুক্তিযোদ্ধাদের স্মরণে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS