সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

গার্মেন্টস শ্রমিকদের ঘোষিত খসড়া মজুরী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২০ নভেম্বর, সোমবার বেলা ১২টায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে গার্মেন্টস শিল্প সেক্টরে ন্যূনতম মজুরী বোর্ডের চেয়ারম্যানের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর সভাপতি রফিকুল ইসলাম সুজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমুখ।

স্মারক লিপিতে বলা হয়, গত ৭ নভেম্বর ২০২৩, গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত খসড়া মজুরীর রোয়েদাদ পুনর্বিবেচনা পূর্বক নিবেদন এই গার্মেন্টস সংগঠনসমূহ সম্মিলিতভাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন। উক্ত দাবিতে ৪ বার আপনার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী ২৩ হাজার টাকার দাবির প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় শ্রমিক ফেডারেশন, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ও গার্মেন্টস ক্রেতাগোষ্ঠী সমর্থন জানিয়েছে। যা আপনার সদয় অবগতির মধ্যে রয়েছে। গার্মেন্টস শ্রমিকরা বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করেছিল যে, বর্তমান লাগামহীন উর্ধগতির বাজার ব্যবস্থায় শ্রমিকরা খেয়ে-পড়ে বেঁচে থেকে শিল্পের উৎপাদন ও উন্নয়ন অব্যাহত রাখতে পারে সেরকম একটি মজুরীর রোয়েদাদ ঘোষণা করা হবে। কিন্তু শ্রমিকের সকল আশাকে নিরাশ করে নিম্নতম মজুরী বোর্ড গত ৭ নভেম্বর যে মজুরীর রোয়েদাদ ঘোষণা করা হয়েছে তা গার্মেন্টস শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। ঘোষিত মজুরী শ্রমিকের প্রত্যাশা পূরণ না হওয়ায় শ্রমিকরা অশন্তোষ ও বিক্ষোভ প্রদার্শন করে আসছে। শ্রমিকের এই অশন্তোষ ও বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালারে ৪জন শ্রমিক প্রাণ হারায় এবং অসংখ্য শ্রমিক গ্রেফতার ও নির্যাতনের শিকার হন। কয়েক হাজার শ্রমিকের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। শ্রমিক হত্যা, মামলা, নির্যাতন, গ্রেফতার, হয়রানী শ্রমিকের মানবাধিকার পরিপন্থি। আমরা অনেক চেষ্টা করে শ্রমিকদেরকে শান্ত করে কারখানায় ফিরিয়ে যেতে সক্ষম হয়েছি। তবে শ্রমিকের অশন্তোষ-বিক্ষোভ যে কোন মুহুর্তে রাজপথে ছড়িয়ে পরতে পারে। তাই এরকম পরিস্থিতিতে আমরা ন্যূনতম মজুরী সকল গ্রেডে সমহারে মজুরী বৃদ্ধি করে নতুন মজুরী রোয়েদাদ ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

বিগত ২৫ নভেম্বর ২০১৮ প্রকাশিত নিম্নতম মজুরী রোয়েদাদে সহকারী অপারেটরদের ন্যূনতম মূল মজুরী ছিল ৪,১০০ টাকা। বিগত ৪ বছরে ৫% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে ন্যূনতম মজুরী দাড়িয়েছে ৫,২৩০ টাকা। বাড়ী ভাড়া হয়েছে ২,৫১৬ টাকা। আপনাদের ঘোষণা মতে বর্তমানে ৫৬ শতাংশ মজুরী বৃদ্ধি করা হলে একজন সহকারী অপারেটর তার মজুরী দাড়ায় ৪,১০০ টাকা চার বছরে ২০% বৃদ্ধি হলে বর্তমানে মজুরী দাড়ায় ৪,৯২০ টাকা। ৫৬ শতাংশ মজুরী বৃদ্ধি করা হলে একজন সহকারী অপারেটরের মজুরী দাড়ায়

পদ মূল মজুরী বাড়ী ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা খাদ্য ভাতা সর্ব মোট
সহকারী অপারেটর ৪,৯২০+ ৫৬শতাংশ=
২,৭৫৫= ৭,৬৭৫ টাকা ৫০% ৩৮৩৭ ৭৫০ ৪৫০ ১২৫০ ১৩,৯৬২

সংগঠনের নেতারা বলেন, সকল গ্রেডে ৫৬ শতাংশ মজুরী বৃদ্ধি করে অবিলম্বে মজুরীর রোয়েদাদ ঘোষণার জোর দাবি জানাচ্ছি। একইসাথে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে রেশনিং ও শিল্পাঞ্চলে বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS