বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

বেনাপোলে পাসপোর্টযাত্রীদের ভ্রমণ কর ফাঁকি, প্রতারক আটক

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: আবারও পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ কর ফাঁকি দিয়ে আটক হয়েছে শামীম চৌধুরী নামের (৩২) এক প্রতারক। বেনাপোল চেকপোষ্টের সিটি আবাসিক হোটেলের মালিক আলোচিত স্বর্ণ চোরাচালানী মামলার সাজাপ্রাপ্ত আসামী মোমিন চৌধুরীর ছেলে শামীম চৌধুরীকে ভ্রমণ কর ফাঁকি দেওয়ার অভিযোগে হাতেনাতে আটক করেছে চেকপোষ্ট বন্দর নিরাপত্তা বাহিনী। এসময় তার কম্পিউটার ও প্রিন্টার মেশিন জব্দসহ বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টার সময় তাকে আটক করা হয় ।

সুত্র মতে,  শামীম দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব এভাবে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। সে এর আগে গত ১৫ জুলাই ২০২২ইং তারিখে ভ্রমণ কর ফাঁকির অভিযোগে আটক হয়। আর এই ট্যাক্স ফাঁকির দায়ে কাস্টমস এর মামলায় কয়েকজন বেনাপোল চেকপোষ্টের নিরাপরাধী ব্যক্তি হাজত বাস করছেন। শামীম ওই মামলায় জামিন পেয়ে থানা থেকে তার জব্দকৃত কম্পিউটার প্রিন্টার মেশিনসহ আনুসঙ্গিক জিনিসপত্র এনে আবারও বেনাপোল চেকপোষ্টে নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সামনে ভ্রমণ কর ফাঁকির ব্যবসা করলেও কেউ এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই।

সূত্র আরো জানায়, শামীম সকালে যাত্রীদের এসব ট্যাক্স ফাঁকি দিত। কারণ, ওই সময় ভারতগামী যাত্রীদের অনেক ভিড় হয় চেকপোষ্ট এলাকায় । ভিড়ের চাপে কর্তৃপক্ষ এসব খেয়াল না করায় সুযেগের সৎ ব্যবহার করতেন শামীম।

বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের পিমা নামে একটি নিরাপত্তা বাহিনীর কর্মী সাকিবুন নাহার মীম বলেন, আমি যাত্রীদের ভ্রমণ কর ও পোর্ট কর দুটি দেখার সময় সন্দেহ মনে হয়। এসময় এপিবিএন পুলিশ, আনসার সদস্যদের  বিষয়টি অবগত করা হলে তারা যাচাই বাছাইয়ের পর বিষয়টি জাল প্রমানিত হয়। পরে শামীমকে আটক করে পুলিশের সহযোগিতায় তার মেশিনপত্র জব্দ করা হয়। এরপর তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশ নিয়ে যায়।

বন্দরের যাত্রী টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে আনসার এর পিসি শামছুর রহমান বলেন, শুনেছি এর আগেও এই শামীম এর নামে ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ এর অফিসার ইনচার্জ  (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, পাসপোর্ট যাত্রীদের ট্যাক্স ফাঁকির দায়ে শামীম নামে একজন প্রতারককে আটক করা হয়েছে। এর আগেও তার নামে জাল ট্যাক্স কাটার অপরাধে মামলা হয়। সে মামলায় বর্তমানে  জামিনে আছে। তাকে আদালতের মাধ্যমে যশোর জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS