ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সবার জন্য ডায়াবেটিস চিকিৎসা ও সেবা নিশ্চিতকরণ : এখন নয়তো কখন? স্লোগানকে সামনে রেখে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ভৈরবে সাজেদা আলাল জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২শত ১০জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান শেষ হয়। বিনামূল্যে দেওয়া চিকিৎসাসেবার মধ্যে ছিল ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, চেকআপ ও ফ্রি রিপোর্ট দেখানো।
সাজেদা আলাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, মেডিসিন ডায়াবেটিস, মা ও শিশু রোগ চিকিৎসা, এম বি, বি এস, পিজিটি, সি সি ডি (বারডেম) পি,জি,পি,এন(পুষ্টি) ডা.নজরুল ইসলাম চিকিৎসাসেবা প্রদান ও সেমিনারে অংশগ্রহণ করেন।
ডা.নজরুল ইসলাম বলেন,প্রতিবারের নেই এবারও আমরা ফ্রি চিকিৎসা দিয়ে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পাশে আছি। যারা ডায়াবেটিস রোগী রয়েছে তারা যেন নিয়মিত হাটাহাটি করে,মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকে। বেশি অসুবিধা হলে ডাক্তারের শরণাপন্ন হয়। এছাড়াও ভবিষ্যতেও আমরা এমন আরও কর্মসূচি পালন করবো।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply