নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) অবিলম্বে ফিলিস্তিনি জনগনের উপর ইসরাইলের চলমান নৃশংস গণহত্যার নিন্দা এবং অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধের দাবী জানিয়েছে। অদ্য ০৮/১১/২০২৩ তারিখ রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় এই দাবী জানানো হয়।
টিইউসির সহ—সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় টিইউসির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর মালেক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন ও প্রচার সম্পাদক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
সভায় বলা হয় ইসরাইলী গণহত্যায় শিশু ও নারীসহ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, হাজার হাজার স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সা¤্রাজ্যবাদী দোষরদের প্রত্যক্ষ মদদে ইসরাইলী বাহিনী ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা মানবতাবিরোধী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সভায় ইসরাইলী এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্ববাসীকে সোচ্ছার হওয়ার আহবান জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply