দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। শনিবার সকালে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের নেতারা এ বৈঠকে অংশ নিয়েছেন।
দুই ধাপের এই বৈঠকে বিকেলে ১৪টি রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাবে নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত আছেন।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দেয় ইসি।
যদিও বিএনপিকে দেয়া চিঠি তাদের কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারের উপরই পড়ে ছিল। এখন পর্যন্ত কোনো নেতা তা হাতে পেয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিএনপি বিকেলের সংলাপে আসবে- এমন নিশ্চয়তাও পাওয়া যায়নি দলটির পক্ষ থেকে।
নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় ইসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply