নিজস্ব প্রতিবেদকঃ ৯০’র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার, ডেমোক্রেটিক লীগ (ডিএল) এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি আর নেই। (ইন্না লিল্লাহি … রাজিউন)।
শুক্রবার দুপুর ১২টার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন তিনি ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন মনি অবিবাহিত ছিলেন।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান এক শোক বার্তায় বলেন, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল সাইফুদ্দিন আহমেদ মনির। তিনি একজন সহজ-সরল মনের মানুষ ছিলেন। তার মৃত্যুর খবর শুনে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মুহাম্মদ সাইদুর রহমান তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply