মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

শরীয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের “বৈদেশিক বিনিময় কার্যক্রম পরিপালন” শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে “বৈদেশিক বিনিময় কার্যক্রম পরিপালন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হাবিবুর রহমান।

দিনব্যাপী এ কর্মশালায় আমদানি-রপ্তানি কার্যক্রমের যথাযথ রিপোর্টিং, বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়মাচার ও সার্বিক পরিপালন বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অর্ঘ প্রতিম কুন্ড ও মোঃ সুজাত আলী প্রধান, যুগ্ম পরিচালক (এফইওডি), বাংলাদেশ ব্যাংক।

কর্মশালায় ব্যাংকের সকল এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানগণ ও রিপোর্টিং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ; ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মোঃ হাসিবুল হাসান এবং এসবিএল লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS