নিজস্ব প্রতিবেদকঃ নাগরিক মঞ্চের এক যৌথ বিবৃতিতে বক্তারা বলেন, ১৪ আগস্ট রাত ৮.৪০ মিনিটে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জালিমের কারাগার ও অত্যাচারীদের অত্যাচার থেকে চিরমুক্তি নিলেন বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।
কোরআনের জীবন্ত কিংবদন্তি শুললিত কণ্ঠের অধিকারী অসংখ্য বণিআদম এর বটবৃক্ষ, আমাদের প্রাণপ্রিয় সাঈদী হুজুর চলেগেলেন ওপারের সুন্দর ভুবনে। তাঁর সারা জিন্দিগীর কোরআন প্রচার ও দ্বিনী খেদমতের বদৌলতে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের সুউচ্চম মাকাম দান করুন। আল্লাহর জমিনে তার প্রতিনিধি হিসেবে আল্লাহর দেয়া অর্পিত দায়িত্ব যথাযথ পালন ও রাসুল (সঃ) এর সুন্নাহর আলোকে সমাজ ব্যবস্থা পরিচালনার লক্ষে আমৃত্যু কঠোর পরিশ্রম করে গেছেন এই কোরআনের পাখি। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের অসংখ্য মুসলিমগণ আজ শোকাহত।
বর্তমান জালিম শাসক মিথ্যা কাল্পনিক সাজানো মামলা দিয়ে দীর্ঘদিন কারারুদ্ধ রেখেছিল এই প্রিয় রাহবারকে। এটি কোন সাধারণ মৃত্যু নয় এটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই সবাই ধরে নিয়েছে। আজ তিনি শহীদ হয়েছেন তার তামান্নাও ছিলো শাহাদতের মৃত্যু, তবে সে শাহাদত হলো নির্দয় নিষ্ঠুর সৈরাচারী শাসকের করাগারে। এ বিচার পুনরায় হবে আল্লাহর আদালতে ফিরিশতাদের শুনানিতে।
নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণমানুষের নন্দিত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে গোটা দেশ শোকাহত ও স্থবির হয়ে পড়েছে। বর্তমান সরকার বিভিন্ন অজুহাতে আলেম-ওলামাদের প্রতি জুলুম নির্যাতনের ষ্টিম রোলার চালিয়েই যাচ্ছে। আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আগামীতে সকল অন্যায় ও জুলুম নির্যাতনের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিদায়ের মাধ্যমে আল্লামা সাঈদীর শোককে কাটিয়ে উঠতে হবে।
শোক বার্তায় বিবৃতি দিয়েছেন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মোঃ মাসুদ হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ ইসলামি জনতা পার্টির চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বাংলাদেশ ইসলামিক সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ সহ প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply