আপনার কথা, আচরণ, হাসি আপনার ব্যক্তিত্বের অনেকটাই বহিঃপ্রকাশ ঘটায়। তাই বলে কি কানও বলতে পারে আপনার ব্যক্তিত্ব! কী মনে হয় আপনার?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মানুষ হিসেবে আপনি কেমন তা অনুমান করা যায় আপনার কানের আকৃতি দেখেই।
কারণ, সমুদ্রশাস্ত্র অনুযায়ী, আপনার শারীরিক গঠনও আপনার সম্পর্কে অনেক কিছুই জানান দেয়। আর শারীরিক গঠনের মধ্যে কান একটি গুরুত্বপূর্ণ অংশ।
একটু খেয়াল করলেই দেখবেন, আমাদের সবার কান থাকলেও কানের আকার কিন্তু মোটেও সবার এক নয়। বিশেষজ্ঞদের মতে, কানের বিভিন্ন আকার বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। সাধারণত চার ধরনের কানের আকার মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এগুলো হলো: বড় লতির কান, ছোট লতির কান, কানের সঙ্গে লাগানো লতি, পাতলা লতির কান।
এই চার ধরনের কানের আকৃতি আপনার ব্যক্তিত্বের অনেক কিছুই বলে দেয়। চলুন জেনে নিই কানের আকৃতি দেখে কীভাবে মানুষের ব্যক্তিত্ব জানবেন।
১। বড় লতির কান: যদি আপনার বড় লতির কান হয় অর্থাৎ আপনার লতি পাশে যদি বেশ প্রশস্ত থাকে, তবে আপনি বেশ শান্ত স্বভাবের ও অধ্যবসায়ী। আপনি জীবনের যেকোনো পরিস্থিতি নিজের মতো করেই হ্যান্ডেল করতে পছন্দ করেন। আপনি আত্মবিশ্বাসী। কোনো কাজ সহজে না হলে হতাশ হন না।
২। বড় লতির কান: এ ধরনের কান যাদের রয়েছে তারা একটু বেশি লাজুক প্রকৃতির হয়। নিজের মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করেন। পরিবার ও খুব কাছের মানুষ ছাড়া তারা সব সময় একা থাকতেই পছন্দ করেন। অপ্রয়োজনে কথা তারা একদমই বলতে চান না। তারা যেকোনো বিষয়ে গভীরভাবে ভাবতে পারেন। অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল হন।
৩। কানের সঙ্গে লাগানো লতি: এ ধরনের কানের লতি এতই ছোট হয় যে লতি থেকে কানকে আলাদা করার উপায় নেই। যারা এমন কানের অধিকারী তারা আবেগের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে থাকেন। জীবনে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তারা যুক্তি দিয়ে চিন্তা করেন। জীবনে সামনের দিকে এগিয়ে যেতেই তারা ভালোবাসেন। অন্যকে তারা সহজে বুঝতে পারেন। অন্যের কষ্টে বেশ সহানুভূতিশীলও হন।
৪। পাতলা লতির কান: যাদের কানের লতি বেশ পাতলা কিংবা একটু ভাঁজ পড়া, তাদের কল্পনাশক্তি অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। আবেগ দিয়ে তারা অন্য এক ভিন্ন দৃষ্টিতে এ পৃথিবীকে দেখতে চেষ্টা করেন। তারা বুদ্ধিমান ও উচ্চাকাঙ্ক্ষী হন।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কানের এই চার ধরনের আকার দেখে সহজেই আপনি বুঝতে পারবেন কোন ব্যক্তি কী ধরনের ব্যক্তিত্বসম্পন্ন হবে। যদিও ক্ষেত্রবিশেষে অনেক মানুষের ক্ষেত্রে এ শাস্ত্র প্রযোজ্য না-ও হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই কোনো মানুষের ব্যক্তিত্ব জানতে চাইলে ওই মানুষের কান দেখে আপনি তার ব্যক্তিত্ব আন্দাজ করতে পারেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply