নিজস্ব প্রতিবেদকঃ নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”। ১৪ জুলাই (শুক্রবার) ঢাকা সামার কনের দ্বিতীয় দিনে রয়ে গেছে তারুণ্যের জোয়ার।
দ্বিতীয় দিনের কার্যক্রমে ছিল গ্রুপ কসপ্লে, স্পেশাল কসপ্লে গ্রুপ পারফরম্যান্স, কার্টুন পিপলের প্যানেল আলোচনা এবং ডন সামদানি প্যানেল আলোচনা। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র্যাপ ব্যাটেলও ছিল বিশেষ আকর্ষণ হিসেবে। এদিকে কনসার্টে পারফর্ম করে মঞ্চ মাতিয়ে
ছে, ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’।
এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
ফেস্টিভ্যালের শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।
ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করেছে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টের প্রথম দিন ১৩ জুলাই (বৃহস্পতিবার) পারফর্ম করে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া পরিবেশনায় ছিল হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভসহ নানা আয়োজন।
‘ঢাকা সামার কন’ শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি তিনদিনই অনেক আয়োজন থাকছে। যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।
ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠেছে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব এটি’।
ঢাকা সামার কনের তৃতীয় দিনে আপনার টিকিট সংগ্রহ করুন টিকেটিং পার্টনার গেট সেট রক থেকে এই লিংকে- https://getsetrock.com/buy-ticket/dhaka-summer-con-2023 । প্রতিদিনই মোট ৪ প্রকারের টিকেট-এর ব্যবস্থা আছে। সামার কন এন্ট্রি – ৪০০ টাকা, সামার কন কনসার্ট – ৫৫০ টাকা, সামার কন এন্ট্রি ও কনসার্ট – ৮০০ টাকা, সামার কন এন্ট্রি কম্বো – ১০০০ টাকা।
ঢাকা সামার কন নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/dhakasummercon
ও ইভেন্ট পেজ- https://www.facebook.com/events/196643493359105 ।
Design & Developed By: ECONOMIC NEWS