করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কোনো মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বুধবার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৪১ জনে। আগের দিন একই সময়ে আক্রান্ত হন ৪৪ জন।
এতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৮৯ জনের নমুনা।
এই সময়ে শনাক্তের হার ৪ দশমিক ১৪ এবং এখন পর্যন্ত সর্বোচ্চ হার ১৩ দশমিক ২৩ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ১২৮ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply