দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
আজ সোমবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৫১৫ জনের। এতে করোনা পজিটিভ শনাক্ত হয় ৬৪৩ জন। এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৬ জনের।
চলতি বছর করোনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ২৯ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply