স্টাফ রিপোটারঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার পরীক্ষা কেন্দ্রে মাহমুদুল হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) উপজেলার পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জরুল আলম বলছেন, এসএসসি পরীক্ষার্থী মাহমুদুল হাসানের জন্মগতভাবে হৃদ্রোগ সমস্যা ছিল। হৃদ্রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়।
মাহমুদুল হাসান টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে একই মাদ্রাসার ছাত্র ছিল।
পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মো. আবুল বাশার বলেন, হাদিস শরীফ পরীক্ষায় অংশ নিতে সে কেন্দ্রে প্রবেশ করে সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও বলেন। পরীক্ষা শুরুর আগমুহূর্তে হঠাৎ ঢলে পড়েন। তাৎক্ষণিক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply