নিজস্ব প্রতিবেদকঃ সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদের সাথে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১লা মে (সোমবার) সন্ধ্যায় রিজভী আহমেদের আদাবর ঢাকা হাউজিং এর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছেন।
এসময় বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দ এড. রুহুল কবির রিজভী আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়, যুগ্ম আহবায়ক এড. নাসিরউদ্দিন বেপারী, শফিকুল ইসলাম সবুজ, তোফায়েল হোসেন মৃধা প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS