শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

বই মেলায় এবারও বিনা সুদে লোন দিবে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৮ Time View

বইপ্রেমীদের বিনা সুদে বই কেনার জন্য বই মেলায় এবারও লোন দেওয়ার ব্যবস্থা করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ‘নতুন বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে’ মূলমন্ত্র নিয়ে সকল স্তরে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গত ২০২০ সালের একুশে বইমেলায় প্রথম এই উদ্যোগ নেয় তারা। ব্যতিক্রমধর্মী এই লোন সেবার নাম ‘সুবোধ’।

করোনা পরিস্থিতির কারণে ২০২১-এর মতো এ বছরও বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি ডটকমের সঙ্গে সুবোধ উদ্যোগটি সমন্বিত করেছে আইপিডিসি ফাইন্যান্স। তাই গত ১৫ ফেব্রুয়ারি থেকে গ্রাহকেরা ঘরে বসেই সেবাটি উপভোগ করতে পারছেন।

রকমারি ডটকমের ওয়েবসাইটের হোমপেজে রয়েছে আইপিডিসি সুবোধ মেনু। এখানে প্রবেশের মাধ্যমে গ্রাহকেরা বই কেনার জন্য লোনের আবেদন করার সুযোগ পাবেন। লোন আবেদন মঞ্জুর হওয়ার এসএমএস পেলেই সুবোধ লোন দিয়ে কেনা যাবে পছন্দের বই।

আইপিডিসি সুবোধ থেকে একজন গ্রাহক ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পরিমাণ অর্থ লোন হিসেবে পেতে পারেন। লোন পেতে হলে গ্রাহককে হতে হবে ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিক। লোন আবেদনের জন্য জমা দিতে হবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ছবি, স্টুডেন্ট আইডি/পেশাগত পরিচয়পত্রের ছবি এবং আবেদনকারীর ছবি। কোনো রকম সুদ ছাড়াই তিন কিস্তিতে এই লোন শোধ করা যাবে। এই লোন সেবা উপভোগ করা যাবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

‘সুবোধ’ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, জ্ঞান মানুষের চলার পথের আলো। আর বইপড়ার অভ্যাস জ্ঞানার্জনের জন্য, চিন্তাশক্তিকে উন্নত করতে এবং নৈতিকতার আলোয় জীবন পরিচালনার শিক্ষা নিতে বইপড়ার কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, ‘সুবোধ’ বই কেনার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এবং পাঠকসংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে যা বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গিতে সৃষ্টিতেও সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS