এক ম্যাচ হাতে রেখেই সিরিজ সেরার খেতাব জিতেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিততে পারলেই বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জায় ডুবাতে পারবে সাকিব আল হাসানের দল।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে লাল-সবুজের দল।
প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের স্বাগরিকায় ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে কখনও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম জয়ে দুর্দান্ত শুরু হয় তাদের।
এই শুভসূচনার রেশ থাকে মিরপুরের ম্যাচেও। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। যেখানে ক্যারিয়ার সেরা বল করেন মেহেদী হাসান মিরাজ। একাই ৪ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন ইংলিশদের ব্যাটিং ইনিংস।
এ ছাড়া দ্বিতীয় ম্যাচটিতে ব্যাট হাতে জ্বলে ওঠেন নাজমুল হোসেন শান্ত। যদিও তার স্ট্রাইক রেট ছিল না টি-টোয়েন্টিসুলভ। তারপরেও ম্যাচ জয়ের পেছনে ৪৭ বলে শান্তর সেই ৪৬ রান ছিল গুরুত্বপূর্ণ। এদিন মিরাজও ব্যাট হাতে করেন ১৬ বলে ২০ রান। যার মধ্যে ছিল দুটি ছক্কার মার।
এবার টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply