কৃতিত্বের সঙ্গে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৩০০ উইকেটের দেখা পেয়েছেন তিনি। সেই উপলক্ষে সাকিবকে বিশেষ সম্মাননা দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নানা ইস্যুতে ওয়ানডে অধিনায়ক তামিমের সঙ্গে সাকিবের বৈরিতার খবর পুরোনো। জানা গেছে, ইংল্যান্ড সিরিজের আগে বিষয়টি সামনে আনায় বোর্ড কর্তাদের ওপর নাখোশ হয়েছেন সাকিব। ধারণা করা হচ্ছে, এ কারণেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সাকিব। হয়তো এর মাধ্যমে বোর্ডকেও নিজের সম্পর্কে দিতে চেয়েছেন স্পষ্ট বার্তা।
এদিকে বিসিবির প্রেস কনফারেন্সের ভিডিও ক্লিপ থেকে সাকিবের ব্যাটিং পজিশন বিষয়ক তামিমের উত্তরের অংশ বাদ দেয়ার খবর সামনে এসেছে। ওয়ানডেতে কোন পজিশনে ব্যাটিং করবেন সাকিব, বিষয়টি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে স্পষ্ট করেন অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেছিলেন, ‘সাকিবের ব্যাটিং অর্ডার চার-পাঁচেই থাকবে, এটা ফিক্সড।’ কিন্তু বিসিবির সরবরাহ করা লিংকে ছিল না তামিমের এই উত্তরটি। তাতে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা।
অন্যদিকে বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছাড়াও আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরের দ্বন্দ্ব নিরসনে এখনই উদ্যোগী না হলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ২২ গজের পারফরম্যান্সে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply