রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গবেষণা বিভাগে পরিচালক পদে উন্নীত হলেন বাংলাদেশ ব্যাংকের মো. ওয়াহেদুজ্জামান সরদার রবিবার জানানো হবে এলপিজির নতুন মূল্য ভ্যাটে রাজস্বের ৩৮ শতাংশ, নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়াল ৭ লাখ ৭৫ হাজার চুয়াডাঙ্গা শহরের শীতার্ত মানুষের পাশে মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’ ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা, থানায় মামলা বেগম খালেদা জিয়ার কবরে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের শ্রদ্ধা চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত বিদ্রোহী নজরুল-বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি গঠিত বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন ঢাকা-৭ আসনে কবি সাহানা সুলতানার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

ঢাকা-৭ আসনে কবি সাহানা সুলতানার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

আজ বেলা ১১টায় ঢাকা রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার, ঢাকা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী যাচাই বাছাই করে ১৮০, ঢাকা-৭ আসনে শাহানা সেলিম (কবি সাহানা সুলতানা) কে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই সময় প্রার্থী শাহানা সেলিম এবং হৃদয়ে পতাকা ২ মার্চের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।

কবি শাহানা সেলিমের পরিচিতি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক  পরিচিতি কবি সাহানা সুলতানা নামে। তিনি একাধারে কবি,রন্ধন শিল্পী,নারী উদ্দোক্তা, সমাজসেবী,মানবাধিকার কর্মী,সাংবাদিক এবং একজন সংগঠক। রন্ধন শিল্পী হিসেবে ব্যাপক সমাদৃত, বিভিন্ন বেসরকারি চ্যানেলে রান্নার প্রোগ্রাম দেখানো হয়। একজন নারী উদ্যোক্তা উদ্দ্যমী নারীদের প্লাটফর্মে তার বিচরণ। বিভিন্ন সংগঠনের মাধ্যমে নিজেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন। এছাড়া কবি সাহানা সুলতানা সাহিত্য জগতে বিরাট অংশ জুড়ে আছেন। বিভিন্ন সময়ে তার নিজস্ব আইডিতে তার লেখা প্রকাশিত হয়।২০২৫ এ তার  প্রথম কাব্যগ্রন্থ বিলম্বিত প্রহরে প্রকাশিত হয়। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদে সদস্য হিসেবে কাজ করছেন এবং নজরুল গবেষণার সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শাহানা সেলিম বিজেইউসি এর নারী বিষয়ক সম্পাদিকা এবং “হৃদয়ে পতাকা ২ মার্চ” নামক মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠনের সভাপতি। তার সংগঠন ২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে ৫৩ বছরের ইতিহাস ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর আবেদনের ভিত্তিতে স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় বীর  আ স ম আবদুর রবকে আমন্ত্রণ জানানো হয়। যা গত  ৫৩ বছরে কখনোই ২ মার্চের আ স ম আবদুর রবকে দাওয়াত করা হয়নি। তার সভাপতিতে তার সংগঠনের আবেদনের ভিত্তিতে ৫৩ বছর পর  প্রথম আসম আব্দুর রবকে ২ মার্চ বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ করেন। এছাড়া তিনি এবং তার সংগঠন বিভিন্ন সময়ে মানববন্ধন সভা সেমিনার মাধ্যমে তাদের দাবি আদায়ের সোচ্চার।

বিভিন্ন পত্রপত্রিকায় হৃদয় পতাকা দুই মার্চ সংগঠনকে নিয়ে লেখা প্রকাশ করে। তিনি বিভিন্ন সময়ে সাহিত্য পুরস্কার, নারী দিবসে সম্মাননা পেয়েছেন। রিন নিজের নামে নামকরা নারী ক্যটাগরিতে সম্মাননা পেয়েছেন। তিনি ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং সম্মানিত ভোটারদের সমর্থন চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS