যে ফরম্যাটে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলে বাংলাদেশ, সেই ফরম্যাটেই এবার ঘরের মাঠে ধরা টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে তামিম বাহিনী সিরিজ খুইয়ে ফেলেছে এরই মধ্যে। ফলে শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতেই আজ (সোমবার) মাঠে নামছে তামিম-সাকিবরা। আর এজন্য একাদশে যে বেশকিছু পরিবর্তন আসছে, তা অবধারিত।
সিরিজ জিতে এরই মধ্যে শান্তির নিশ্বাস ফেলছে ইংল্যান্ড। তবু তাদের একদশে দেখা যেতে পারে বেশকিছু পরিবর্তন। চলতি বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে অধিনায়ক বাটলার চাইবেন সবাই যেন দক্ষিণ এশিয়ার কন্ডিশনটা ভালোভাবে বুঝে নিতে পারে।
এদিকে বাংলাদেশের ব্যাপারটা ভিন্ন। টাইগাররা তাদের একাদশে পরিবর্তন আনবেন হোয়াইটওয়াশ থেকে বাঁচার জন্য। গত সাত বছরে ঘরের মাঠে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়নি টাইগাররা। তাই এবারও সাবিক-তামিমরা চাইবে না ঘরের মাঠে ধবলধোলাই হতে।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কন্ডিশন বুঝে। সেটা দুটিও হতে পারে, আবার তিনটিও। শেষ ওয়ানডেতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বেঞ্চে রাখার সম্ভাবনা রয়েছে। তার জায়গায় এবাদত হোসেন কিংবা হাসান মাহমুদকে খেলানো হতে পারে। আবার যদি এ দুই পেসারই দলে জায়গা পান, তাহলে তাইজুলকে একাদশ থেকে বাদ দিতে পারে।
এদিকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। মুশফিক-রিয়াদ কিংবা আফিফ হোসেনের জায়গায় দলে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। বর্তমানে মুশফিক নিজের ছন্দে নেই। আর আফিফও তার ব্যাটে রান পাচ্ছেন না। আর ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন কোচ হেরাথ জানিয়ে দিয়েছেন, তৌহিদ হৃদয়কে একাদশে দেখতে চান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম/মাহমুদউল্লাহ রিয়াদ/তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/তাইজুল ইসলাম ও মুস্তাফিজ/এবাদত হোসেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply