জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে সপ্তমবারের মতো ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে ‘ইয়াং বাংলা’। এর মাধ্যমে দুই বছর পর আবারও ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’। তবে, এবার ৭ মার্চের পরিবর্তে ৮ মার্চ আয়োজন করা হবে এটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইয়াং বাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে ফিরছে জয় বাংলা কনসার্ট। মূলত ৭ মার্চ পবিত্র শবেবরাত উপলক্ষে একদিন পিছিয়ে ৮ মার্চ বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হবে।
এ বিষয়ে কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা আরও জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট।
তবে, জয় বাংলা কনসার্টের টিকিট সম্পূর্ণ ফ্রি হলেও একটি প্রতারক চক্র টাকার বিনিময়ে এসব টিকেট বিক্রি করছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৪ মার্চ) আরও একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দর্শকদের সতর্ক করেছে ইয়াং বাংলা।
বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘জয় বাংলা কনসার্ট একটি ফ্রি কনসার্ট। কারও কাছ থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না।’
এবার মোট নয়টি ব্যান্ড পারফর্ম করবে। ‘জয় বাংলা কনসার্ট ২০২৩’ মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভ্যাল’।
কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এছাড়াও প্রতিবারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করতে http://www.ticket.youngbangla.org/ লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ইয়াং বাংলার ফেসবুক পেজ (https://www.facebook.com/YoungBanglaSummit) ও ওয়েব সাইটে ( https://youngbangla.org/)।
১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে প্রতিবছর ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা। কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধের বার্তা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply