ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেয়ার চেষ্টায় পাকিস্তান। এজন্য আইএমএফ এর যে কোনো শর্ত মেনে নিতে রাজি শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম।
রম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। অবস্থা এমন অবস্থায় পৌঁছেছে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিও করতে পারছে না দেশটি। উল্টো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিত্যপণ্যের পাশাপাশি একের পর এক বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২ মার্চ) নতুন করে বিদ্যুতের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করেছে শাহবাজ সরকার। প্রতি ইউনিট বিদ্যুতে ৩ দশমিক ২৩ রুপি চার্জ দিতে হবে গ্রাহকদের। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, পতনের মুখে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ পাওয়ার জন্যই বিদ্যুতের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।
এদিকে চলমান সংকটের মধ্যেই পাকিস্তানে রুপির বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। বৃহস্পতিবার পাকিস্তানি মুদ্রা রুপির ব্যাপক দরপতন হয়েছে। একদিনেই ৭ শতাংশ দরপতন হয়।
এদিন এক ডলারের বিপরীতে মিলেছে ২৮৫ রুপি। রেকর্ড পতনের জন্য আইএফএফের ঋণ পেতে বিলম্বের কারণে মুদ্রাবাজারে যে অনিশ্চয়তা দেখা গেছে তাকেই দায়ী করছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। আর তাই গত কয়েকমাস থেকে আইএমএফের দ্বারস্থ হয়েছে দেশটি।
সূত্র: ডন
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply