সিনেমায় কাজ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তমা মির্জাকে সঙ্গে নিয়ে তার এ যাত্রা শুরু।
বর্তমানে ব্যস্ত ও সফল পরিচালক রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে আফরান নিশোর।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ সিনেমার মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিশো দর্শককে জানান দিয়েছেন তার নতুন পরিচয়।
চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনার এ সিনেমাটিতে একজন সুড়ঙ্গকর্মী হিসেবে ক্যামেরায় ধরা দেবেন নিশো।
নতুন এ সিনেমাটি প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘‘সুড়ঙ্গ’ আমার অনেক পছন্দের একটা গল্প। তাই টানা শুট করে এ সিনেমার কাজ শেষ করব।”
সিনেমার নায়ক নিশো বলেন, ‘টিমের সবাই হার্ড ওয়ার্কিং আর ডেডিকেটেড। তাই ভালো কিছু হবে আশা করি।’
সিনেমায় অভিনয়ের কারণে ছোট পর্দা থেকে কি বিদায় নিতে পারেন–এমন প্রশ্নে নিশো বলেন, ‘নাটকের মানুষ নিশো। তাই সিনেমায় অভিনয় করলেও নাটক বা ওয়েব সিরিজে কাজ করব না, তা নয়। ভালো গল্পে অবশ্যই দেখা যাবে।’
নিশো আরও জানান, সিনেমায় কাজ করার জন্য নিজেকে আলাদা করে প্রস্তুত করতে হয়। সুড়ঙ্গ সিনেমার জন্য তিনি নিজেকে তৈরি করতে ছয় মাস সময় ব্যয় করেছেন।
তাই সিনেমায় অভিনয় করার কারণে হয়তো আগের মতো ছোট পর্দায় কাজের সুযোগ কম পেতে পারেন তিনি। তবে নিয়মিত সিনেমায় অভিনয় করতে চান তিনি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রথম সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ব্যস্ত এ অভিনেতা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply