এবার ‘দ্য নাইট ম্যানেজার’-এর দ্বিতীয় সিজনে ফিরছেন হলিউড অভিনেতা টম হিডেলস্টন। জন লে ক্যারের উপন্যাস থেকে নির্মিত টিভি সিরিজটিতে জোনাথন পাইনের ভূমিকায় পুনরায় অভিনয় করবেন টম।
প্রথম সিজন ২০১৬ সালে যুক্তরাজ্যে প্রচারিত হয়েছিল। প্রথম সিজনটি সেই বছরের শীর্ষ ইউকে ড্রামাগুলোর মধ্যে একটি ছিল। সিরিজটিতে আরো অভিনয় করেছেন হিউ লরি, অলিভিয়া কোলম্যান, টম হল্যান্ডার, এলিজাবেথ ডেবিকি এবং ডেভিড হেয়ারউড। এটি পরিচালনা করেছেন অস্কার বিজয়ী পরিচালক সুজান বিয়ার । দুটি এমি এবং তিনটি গোল্ডেন গ্লোব জিতেছিল সিরিজটি।
প্রাইম ভিডিও এবং বিবিসিতে ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে। লন্ডন, ইংল্যান্ড এবং দক্ষিণ আমেরিকায় এই বছরের শেষের দিকে চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা। হলিউড ওয়েবসাইট আরও জানায় যে ‘দ্য নাইট ম্যানেজার’ সম্ভবত আরও দুই সিজনের অনুমতি পাচ্ছে। চিত্রনাট্যকার ডেভিড ফার সিজন ২-এ ফিরে আসবেন বলেও জানা গেছে।
এদিকে ভারতে মুক্তি পেয়েছে ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি সংস্করণ। এতে অভিনয় করেছেন অনিল কাপুর, অদিত্য কাপুর, তিলোত্তমা সোম, শাশ্বতা চ্যাটার্জি, শোবিতা ধুলিপালা এবং রবি বহল। মূল সিরিজটির দ্বিতীয় সিজন নিশ্চিত হওয়ায় ভারতীয় সংস্করণেরও দ্বিতীয় সিজন আসবে বলে ধারণা করা হচ্ছে। টম হিডেলস্টনকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ব্রিটিশ ড্রামা ‘দ্য এসেক্স সার্পেন্টে’-এ।
সূত্রঃ উইওন
Design & Developed By: ECONOMIC NEWS