বরিশাল রুটে পুণরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। আগামী বুধবার (১ মার্চ) থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।
রোববার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, নভোএয়ার প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া প্রতি সপ্তাহে ১ দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
ফ্লাইট ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নাম্বার অথবা ফ্লাই নভোএয়ার ডট কমে যোগাযোগের অনুরোধ করেছে তারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply