নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ সাকিব খান ওরফে শাকিল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডিবি হবিগঞ্জের উপ পরিদর্শক সোহেল রানার নেতৃত্বে পোদ্দারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আসামি সাকিব খান ওরফে শাকিল সদর উপজেলার বহুলা এলাকার আলা উদ্দিনের ছেলে।
ওসি সফিকুল ইসলাম জানান, সাকিব দীর্ঘদিন মাদক ব্যবসা কর আসছে। একাদিক মামলার আসামি সাকিব খান এলাকায় ‘মাদকের ডন’ হিসেবে পরিচিত। মাদকের ব্যবসা করে সম্প্রতি কোটি টাকার একটি বাড়ি ও ফ্ল্যাটও করেছেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply