নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক ঘষিয়াখালী ‘বঙ্গবন্ধু ক্যানেল’ মোংলা নদীর পাড় থেকে কুকুরে নিয়ে যাওয়ার সময় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ফেব্রয়ারি) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ১ নম্বর শ্রমিক জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, শনিবার ভোরে মোংলা নদীর রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে আছে এবং তা কয়েকটি কুকুর টানাটানি করছে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। স্থানীয়রা কাছে গিয়ে পলিথিন ব্যাগের মধ্যে একটি শিশুর মরদেহ দেখতে পায়।
মোংলা থানার ওসি (তদন্ত) বিকাল চন্দ্র ও সেকেন্ড অফিসার ঠাকুর দাশসহ সঙ্গীয় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিন খুলে এক হাত বিচ্ছিন্ন এক নবজাতকের মরদেহ উদ্ধার করে। নবজাতকটি ছেলে শিশু এবং সদ্য ভূমিষ্ট বলে ধারণা স্থানীয়দের। ভোরে কে বা কারা লাশটি ফেলে রাখা গেছে ধারণা পুলিশের।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিপুল ইসলাম বলেন, ‘নদীর পাড়ে লোকজন কাজ করছিল। এ সময় একটি পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখে আমাকে জানায়। আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।’
মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, স্থানীয় কাউন্সিলর ও স্থানীয়দের দেয়া খবরে নদীর পাশ থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শনিবার ভোরে কে বা কারা পলিথিনের এ ব্যাগটি ফেলে রেখেছে। এ রহস্য উদঘাটনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply