নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্কলারশিপ স্কুল বিডির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কলারশিপ স্কুল বিডির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আবু আজাদ তামিম (গণিত বিভাগ), সহসভাপতি ইসরাত জাহান (রসায়ন বিভাগ) এবং সাধারণ সম্পাদক জাহারুল ইসলাম (অর্থনীতি বিভাগ)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলারশিপ স্কুল বিডির চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল ইসলাম (এহতেসাম)।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা। সহ-সভাপতি ইসরাত জাহান ও ক্যাম্পাস এম্বাসাডর রাফি মিনহাজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় তারা বিভিন্ন দক্ষতার গুরুত্ব ও স্কলারশিপ স্কুল বিডির মাধ্যমে গবেষণার দক্ষতা ও স্কলারশিপ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য লাভের নানা পন্থা নিয়েও আলোচনা করেন। এছাড়াও উচ্চশিক্ষার পথ মসৃণ করতে শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুত হওয়া দরকার সে বিষয়ে আলোচনা করা হয় সেখানে।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আইইএলটিএস বই প্রীতি উপহার হিসেবে বিতরণ, দুপুরের খাবার সরবরাহ, এবং সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট সম্মাননা দেওয়া হয়। এছাড়া “সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর ২০২৩ ” এর জন্য পুরস্কার প্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাফি মিনহাজ।
অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সভাপতি মোঃ আবু আজাদ তামিম, সহ-সভাপতি ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক জাহারুল ইসলাম। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন স্কলারশিপ স্কুল বিডির প্রতিষ্ঠাতা মো: নাজমুল হাসান তপু যিনি বর্তমানে কানাডায় পিএইচডি গবেষণারত আছেন।
প্রসঙ্গত, স্কলারশিপ স্কুল বিডি একটি কানাডা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন যা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ, গবেষণা, নেতৃত্ব-দক্ষতা অর্জন ইত্যাদি বিষয়ে বিনামূল্যে সহযোগিতা করে থাকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply