নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অনলাইন ভিত্তিক টিভি নিউজ প্রতিষ্ঠান এস এফ টিভির আয়োজনে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু ও আলমডাঙ্গার পৌর মেয়র হাসান কাদির গনু কে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার ২১ জানুয়ারি বিকাল ৩ টার সময় এস এফ টিভির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র হাসান কাদির গনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন নাজমুল ইসলাম পানু।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু বলেন, বাংলাদেশ সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে, ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু, মেট্রোরেল মেগা প্রজেক্ট সবই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে গড়া , এস এফ টিভি উন্নয়ন মূলক সংবাদ পরিবেশন করায় এস এফ টিভিকে তিনি ধন্যবাদ জানান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ৭০ এর অগ্নিসেনা ময়নুদ্দিন আহমেদ, আলমডাঙ্গা বনিক সমিতির আরেফিন মিলন, সভাপতি এস এফ টিভির ব্যবস্থাপনা পরিচালক এম সঞ্জু আহমেদ, প্রধান সম্পাদক ইউনুস আলী মন্ডল, বার্তা সম্পাদক আল আমিন, সহ বার্তা সম্পাদক সাইদুল ইসলাম, নাগরিক টেলিভিশন এর জেলা প্রতিনিধি হুসাইন মালিক, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোষ্টের ষ্টাফ রিপোর্টার মো আব্দুল্লাহ হক, জাগো ভয়েজ এর সম্পাদক ইমদাদুল হক শামীম, সহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এফ টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রবিউল হক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply