নিজস্ব প্রতিনিধিঃ টানা ৪ দিন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। হিমেল বাতাস ও কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে সর্বনিম্ন।
জানা গেছে, প্রতিদিন হ্রাস পাচ্ছে তাপমাত্রা। এতে শীতার্ত মানুষগুলো অতি কষ্টে রয়েছেন। হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছেন। খেটে খাওয়া মানুষগুলোকে কাজের সন্ধানে শীত উপেক্ষা করে ভোরে বের হতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আরও কয়েক দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply