অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্ত সাপেক্ষে করার প্রস্তাব দিয়েছে বাংলা একাডেমি।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয় বলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির সভায় স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা চলার প্রস্তাব গৃহীত হয়েছে। এটি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে। তারা এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
এর আগে ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply