নিজস্ব প্রতিনিধিঃ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আজ সোমবার দিনভর মানুষকে বিনা মূল্যে চা পান করাচ্ছেন মাগুরার চা–দোকানি মো. ইব্রাহীম হোসেন ওরফে মোহামেডান (৩০)। কাতার বিশ্বকাপ শুরুর পর নিজের চায়ের দোকান আর্জেন্টিনার পতাকার আদলে রং করে আলোচনায় আসেন এই যুবক।
ইব্রাহীমের বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে। পেশায় চা–বিক্রেতা হলেও ফুটবলের প্রতি তাঁর রয়েছে গভীর ভালোবাসা। তিনি নিয়মিত খেলেন স্থানীয় ফুটবল টুর্নামেন্টগুলোতে। মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় একটি চায়ের দোকান আছে তাঁর। কাতারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তিনি সেই দোকান আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছেন। এবার ফাইনালে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার পর আজ দিনভর দোকানে আসা লোকজনকে বিনা মূল্যে চা পান করাচ্ছেন তিনি।
আজ বিকেলে ইব্রাহীমের চায়ের দোকানে গিয়ে দেখা যায়, বিনা মূল্যে চা পানের জন্য বিভিন্ন বয়সের মানুষ ভিড় করেছেন। সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল আটটা থেকে বিনা মূল্যে চা দিচ্ছেন ইব্রাহীম। তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে পরাজয়ের পরই ঘোষণা দিয়েছিলাম, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সবাইকে ফ্রি চা খাওয়াব। প্রতিদিনই তো চা খাইয়ে মানুষের কাছ থেকে টাকা নিই। মেসির হাতে বিশ্বকাপ ওঠায় আমি ভীষণ খুশি। সেই খুশিতেই সবাইকে চা খাওয়াচ্ছি।’
নব্বইয়ের দশকে যখন ইব্রাহীমের জন্ম। তখন দেশজুড়ে ফুটবলে ছিল মোহামেডান আর আবাহনীর উন্মাদনা। এ কারণে জন্মের পর ইব্রাহীমের এক মামা তাঁর নাম রেখে দেন মোহামেডান। এর পর থেকে মোহামেডান নামেই আশপাশের মানুষের কাছে পরিচিতি পান এই যুবক।
আজ সকাল থেকে কত কাপ চা মানুষকে বিনা মূল্যে দিয়েছেন, সেটার সঠিক হিসাব দিতে পারেননি ইব্রাহীম। তবে অন্য দিন সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁর বিক্রি হয় দুই থেকে আড়াই হাজার টাকার চা। ইব্রাহীমের দোকানে এক কাপ রং চায়ের দাম পাঁচ টাকা। এ ছাড়া প্রকারভেদে দুধ চায়ের দাম ১০ থেকে ১৫ টাকার মধ্যে। আজ সারা দিন পছন্দমতো যেকোনো প্রকারের এক কাপ চা বিনা মূল্যে পাচ্ছেন ক্রেতারা। তবে পরবর্তী প্রতি কাপ চায়ের জন্য টাকা দিতে হচ্ছে।
মাগুরা ইয়াং স্টার ফুটবল একাডেমির পরিচালক সৈয়দ বারিক আনজাম বলেন, মোহামোডান চা–দোকানি হলেও নিজেও একজন কৃতী ফুটবলার। মোহামেডান ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা বিজয়ী হলে মোহামেডান আনন্দে আত্মহারা হয়ে যান। তাই পূর্বঘোষণা অনুযায়ী মোহামেডান আজ সারা দিন তাঁর দোকানে আসা সবাইকে ফ্রি চা পান করাচ্ছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply