অনিশ্চয়তা ছিল আগে থেকেই, এবার নিশ্চিত হলো ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তাসকিন আহমেদের না থাকাটা। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে টাইগার এ পেসারকে খেলানোর ঝুঁকি নেবে না বাংলাদেশ দল। এদিকে, খেলা নিয়ে অনিশ্চয়তায় অধিনায়ক সাকিব আল হাসানও। পাঁজর ও কাঁধে ব্যথা থাকায় চট্টগ্রাম টেস্টে সাকিব খেলবেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তাসকিন খেলছেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসে তাসকিন নিজেই জানিয়েছিলেন খেলা নিয়ে নিজের অনিশ্চয়তার কথা। ম্যাচের আগের দিন যা নিশ্চিত করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
এদিকে, সাকিবের খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। এরপর এক্সরেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে। সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও সোমবার (১২ ডিসেম্বর) তিনি অনুশীলন করেননি।
ব্যথা না কমায় মঙ্গলবার মাঠ থেকেই স্ক্যান করাতে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়। বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, সাকিবের পেশিতে টান আছে। সেটার জন্য হাসপাতালে যেতে হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে স্ক্যান করিয়েছেন সাকিব। রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে, ভারতের বিপক্ষে টেস্টে তিনি খেলবেন কি না।
সাকিবের খেলা না খেলা নিয়ে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে। সে ঠিক আছে, তা নিশ্চিত হয়ে নিতে চাই। পাঁজর ও কাঁধ নিয়ে এখনো একটু ভুগছে। সে একটু ব্যাটিং করেছে (নেটে), আশা করি, তাতে সে আরেকটু ভালো বোধ করবে।’
বেশ কিছুদিন থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply