হোয়াইটওয়াশের মিশনে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে রয়েছে দুই পরিবর্তন। শান্ত ও নাসুমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাব্বি এবং তাসকিন।
শনিবার (১০ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে লাকি ভেন্যু চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়।
ওয়ানডেতে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা।মোড়ল ভারতের বিপক্ষে এবার নতুন ইতিহাসের সুযোগ বাংলাদেশের সামনে।
২০১৫ সালে সিরিজের ৩টি ম্যাচই হয়েছিল মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৭৯ রানে, পরেরটিতে জয় ৬ উইকেটের। তবে শেষ ওয়ানডেতে টাইগারদের ৭৭ রানে হারিয়ে দেয় ধোনির দল।
এবারের সিরিজটিতে অবশ্য এত সহজে জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচও ছড়িয়েছে প্রবল উত্তেজনা। শেষ বলে এসে ৫ রানের জয় পায় লিটন বাহিনী।
বাংলাদেশ একাদশ
আনামুল হক, লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ
ভারত একাদশ
শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply