বর্ষীয়ান অভিনেতা শাহীনুর সরোয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খাগড়াছড়ির একটি পাহাড়ে শুটিংয়ের মাঝেই মারা যান এ অভিনেতা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শাহীনুর সরোয়ার চট্টগ্রামের ‘প্রতিনিধি নাট্য সম্প্রদায়’-এর কর্মী, মঞ্চ, টিভি, চলচ্চিত্র অভিনেতা ও মেকাপ আর্টিস্ট হিসেবে সবার প্রিয় ছিলেন।
শাহীনুর সরোয়ার চলচ্চিত্র শুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরে খাগড়াছড়িতে অবস্থান করছিলেন। ‘বলী’ (দ্য রেসলার) নামের একটি সিনেমায় অভিনয় করতে এসেছিলেন তিনি।
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শাহীনুর সরোয়ার। কানাডার টরন্টোতে এই মুহূর্তে ‘বলী’ (দ্য রেসলার) ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply