রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তথ্যমন্ত্রী: ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

‘পাকিস্তানই ভালো ছিল’ বলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি প্রধানমন্ত্রীর ভারত সফরকে হতাশাজনক বলে মনে করছে। তারা এই হতাশা থেকে আন্দোলনে নামবে বিষয়টি কীভাবে দেখছেন- জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রথমতো বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাকিস্তানি ভালো ছিল। ‘অতএব তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। মির্জা ফখরুল কীভাবে বলেন? আমিতো মনে করি এই বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি কীভাবে বলেন পাকিস্তান আমলই ভালো ছিল বা পাকিস্তান ভালো ছিল। বাংলাদেশ নিয়ে তো তাদের হতাশা।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতও বলেছেন এ সফর অত্যন্ত সফল হয়েছে। এটা বলাতে তারা আরও হতাশ হয়েছেন। বাস্তবতা হচ্ছে এই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংবাদিক ও বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ এবং গ্রন্থটির সম্পাদক দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS