এস এল টি তুহিন : বরিশালের চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতির আওতাধীন ৭টি রুটে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার, যাত্রী হয়রানি বন্ধ, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করা সহ ৬ দফা দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে এই রুটের সাধারণ যাত্রীরা। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফারুক মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গন সংহতি আন্দোলনের সদস্য সচিব দেওয়ান আব্দুর রশিদ নিলু, বাকসিস সভাপতি অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুল, শ্রমিক নেতা একে আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও সাধারণ যাত্রীরা। মানববন্ধনে দেওয়ান আব্দুর রশিদ নিলু বলেন, প্রতিদিন প্রায় ৮ হাজার যাত্রী চলাচল করে চরকাউয়া বাস টার্মিনালের ৭টি রুটে। বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানছে না বাস মালিক সমিতি। এছাড়া যাত্রী হয়রানি, ফিটনেস বিহীন গাড়ি চলাচল করেছে নিয়মিত। এসময় বক্তারা দ্রুত সাধারণ যাত্রীদের করা ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর ৬ দফা দাবি সহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলরকারিরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply