রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

তথ্যমন্ত্রী : বিএনপি নেতারা পুঁটি মাছের মতো লাফালাফি করছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বর্ষকালে মলা ও পুঁটি মাছ যেমন লাফালাফি করে তেমনি বিএনপিও একটু শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি লাফাইতে গিয়ে যদি জনগণের সম্পদে আগুন দেয় ও হামলা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা। আবার যদি বিএনপি সন্ত্রাসীরা মাঠে নামে তাহলে পুলিশও বসে থাকবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ বুঝে না। বিএনপির সময়ে মাঝে মধ্যে বিদ্যুৎ আসতো আর এখনতো মাঝে মধ্যে বিদ্যুৎ যায়। আগামী মাসের শেষের দিক থেকে বিদ্যুতের লোডশেডিং থাকবে না।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের (পত্নীতলা-ধামইরহাট) সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের (মহাদেবপুর-বদলগাছী) সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের (সদর) সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের (রানীনগর-আত্রাই) সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS