ফেসবুকে ভুয়া পেইজ খুলে অস্বাভাবিক মূল্য ছাড়ে মোবাইলসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে শত শত গ্রাহকের সঙ্গে প্রতারণার করে আসছিলেল মশিউর রহমান। গত কয়েক মাসে তিনি এভাবে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ২৪ লাখ টাকা। শেষ পর্যন্ত চট্টগ্রাম র্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
রিয়েলমি মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম উত্তর পতেঙ্গা এলাকা থেকে প্রতারক মশিউরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর উপঅধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে জানান, মশিউর (১৯) খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর জনপ্রিয়তা পুঁজি করে কোম্পানির নাম ব্যবহার করে ১৩টির অধিক ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট খোলেন। নোয়াখালীর সুধারাম থানাধীন মাস্টারপাড়ায় একটি বিল্ডিংয়ে অবস্থান করে দীর্ঘদিন অস্বাভাবিক মূল্য ছাড়ের প্রলোভন দেখিয়ে নগদ অ্যাপসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।
রেজওয়ানুর রহমান জানান, মশিউর রহমানের কক্ষ থেকে ২টি আইপি টেলিফোন, ১টি রাউটার, ১টি মনিটর, ১টি সিপিউ, নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটক মশিউর রহমান গ্রাহক থেকে আনুমানিক ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply